
ডাসার(মাদারীপুর) থেকে সৈয়দ রাকিবুল ইসলাম
মাদারীপুরের ডাসারে উদ্ধারকৃত অজ্ঞাত মৃত নারীর পরিচয় পাওয়া গেছে।তার নাম বাসনা তালুকদার (৫৫)।তিনি গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামের অনন্ত তালুকদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ সোমবার সকালে ওই নারী উপজেলার ভুরঘাটা মেয়ের বাসা থেকে যাওয়ার পথে গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামের রাস্তার পাশে পানির মধ্যে থেকে ওই নারীকে ভাসতে দেখে উদ্ধার করেন, স্থানীয়রা।পরে কালকিনি সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে তার মৃত্যু হয়।অজ্ঞাত নারীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে, তার মেয়ে হাসপাতালে এসে সনাক্ত করেন।
প্রত্যক্ষদর্শী তাইসুম ইসলাম জানান,আজ সকালে বাড়ীর পাশে খালের মধ্যে এক অজ্ঞাত নারীকে ভাসতে দেখে আমারা বাড়ীর সবাই মিলে,তাকে উদ্ধার করি।তখন তিনি জীবিত ছিলেন।তাকে নিয়ে কালকিনি সদর হাসপাতালে ভর্তি করি।চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের মাদরীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।