14-08-2025 Thursday


ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার ডাসার উপজেলার ৩টি ইউনিয়নের অর্ধশতাধীক পরিবার,কৃষকসহ কয়েক হাজার হেক্টর ফসলি জমির পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে পাকা স্থাপনা নির্মাণের ফলে ভোগান্তিতে পড়ছেন, এলাকাবাসী।

সরকারি খালের উপর নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটির স্বাভাবিক পানি প্রবাহের দাবি করেন, এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার(৩১ জুলাই) শতাধিক কৃষক ও এলাকাবাসী খালটি দখলমুক্ত করতে গণস্বাক্ষর সহ মাদারীপুর জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন।

সরজমিনে গিয়ে জানাগেছে, উপজেলা যুবলীগের সহসভাপতি ও ডাসার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন ও ঠিকাদার সৈয়দ শাহআলম ক্ষমতার অপব্যবহার করে, উপজেলার ডাসার ইউনিয়নের ৩৩ নং ধামুসা মৌজার ৭২১ নং দাগের কাঠালতলা বাজারের সরকারি খালের মুখ সহ প্রায় (৬০০ মিটার) ভরাট করে পাকা ভবন ও স্থাপনা নির্মান করায়, পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে হয়ে যায়। ফলে উপজেলার ৩টি ইউনিয়ন বালিগ্রাম, কাজীবাঁকাই এবং ডাসার ইউনিয়নের সর্বত্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় পানি প্রবাহ। এতে করে বিলুপ্তির পথে দেশীয় প্রজাাতির মাছ এবং শামুক সহ বিভিন্ন জলজ উদ্ভিদ ও প্রাণী দেখা মিলছেনা এসব এলাকায়।কৃষি প্রধান এলাকায় খালের পানি সরবরাহ বন্ধ থাকায় কৃষি কাজে সেচ দিতে না পারায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।

বিষয়টি নিয়ে ইতিপূর্বে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ¯স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,মিডিয়া কর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সীমানা নির্ধারন করে চিহ্নিত করেন, ভুমি অফিস ও জেলা সার্ভেয়ার এবং কানুরগো।সরকারি খালের জায়গা দখল করার সত্যতা পান প্রশাসন। এরই ধারাবাহিকতায় বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ার পাড় হতে কাজি বাঁকাই ইউনিয়নে খালের উপর নির্মিত অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে অদৃশ্য কারণে ৩৩ নং ধামুসা মৌজার ৭২১ নং দাগের সরকারি খালের উপর অবৈধ ভাবে নির্মিত স্থাপনা অপসরন করা হয়নি।

স্থানীয়রা জানান, দ্রুত ডাসার উপজেলার ৩৩ নং ধামুসা মৌজার ৭২১ দাগের কাঠালতলা বাজার সংলগ্ন সরকারি খালের উপর অবৈধভাবে নির্মিত অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দ্রুত উচ্ছেদ করে কৃষকের ফসলি জমিতে পানি সেচের ব্যবস্থা করা হয়।
উল্লেখ থাকে যে,সাংবাদিকরা ‘ডাসারে সরকারি খালের ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক ‘ শিরোনামে নিউজ প্রকাশ হলে,সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ সম্মেলন করেন, দখলকারী উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি সৈয়দ বেলায়েত হোসেন ও ঠিকাদার সৈয়দ শাহআলম।
মিথ্যা ও মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করায়, ওই সাংবাদিকরা আদালতে দুটি, দুই কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। মামলাটি বিচারধীন রয়েছে।

এ ধরনের আরও খবর
© All right reserved by
e-banglanews.com