14-08-2025 Thursday


ডাসার(মাদারীপুর) থেকে সৈয়দ রাকিবুল ইসলাম

মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর একটি মাদ্রাসা ভবনের  ছাদ থেকে পড়ে গিয়ে লামিয়া আক্তার(৯) নামে এক তৃতীয় শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু  হয়েছে। 

আজ মঙ্গলবার(২২ জুলাই) বিকেলে উপজেলার ডাসার ইউনিয়নের কমলাপুর বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম এতিমখানা মাদ্রাসায় এ দূর্ঘটনা ঘটে। 

নিহত ওই শিক্ষার্থী মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর গ্রামের ফারুক খলিফার মেয়ে।

মাদ্রাসার শিক্ষক তাওহিদুল ইসলাম জানান,লামিয়া মাদ্রাসার চারতলা ভবনের ছাদের রেলিং থেকে পড়ে গিয়ে মারা যায়।

ডাসার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই শিকদার বলেন,ভবনের ছাদ  থেকে পড়ে এক তৃতীয় শ্রেণির  মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বিষয়টি দুঃখজনক।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ধরনের আরও খবর
© All right reserved by
e-banglanews.com