
ডাসার(মাদারীপুর) থেকে সৈয়দ রাকিবুল ইসলাম
গাজীপুরের নির্ভীক কলম যোদ্ধা
সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মাদারীপুরের ডাসারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১০ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ডাসার উপজেলার সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় উপস্থিত বক্তারা সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম,সাংবাদিক শাহরিয়ার তুহিন, সাংবাদিক মো. জাফরুল হাসান, আনন্দ টিভির সাংবাদিক ম.ম. হারুর অর-রশিদ, চ্যানেল এস টিভির প্রতিনিধি ও ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান আজাদ,আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক রতন দে, সময়ের আলো পত্রিকার সাংবাদিক সৈয়দ আশরাফুল আলম লাহিদ,সংবাদ পত্রিকার সাংবাদিক আশরাফুর রহমান হাকিম, সাংবাদিক ইব্রাহিম সবুজ, সাংবাদিক শামিম খন্দকার, সাংবাদিক নাজমুল হাসান,সাংবাদিক সাব্বির হোসেন,সাংবাদিক বিজন নাগ, সাংবাদিক রাজু আহম্মেদ বেলায়েত প্রমুখ।