14-08-2025 Thursday


ডাসার(মাদারীপুর) থেকে সৈয়দ রাকিবুল ইসলাম

মাদারীপুরের ডাসারে নিত্যনন্দ দে-(৬৫) নামে একজন অবসরপ্রাপ্ত কীর্তনীয়ার বসতঘর থেকে স্বর্ণালংকারসহ প্রায় ৫৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ডাসার থানায় একটি মামলা দায়ের করেছেন, ভুক্তভোগী পরিবার। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা দুজন স্বামী-স্ত্রী। এদিকে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ।
মামলা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব দর্শনা গ্রামের অবসরপ্রাপ্ত ওই কীর্তনীয়া নিত্যানন্দ দের বসতঘরের তালা ভেঙ্গে গত শনিবার সকালে ৫৪ লাখ চল্লিশ হাজার টাকার স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায় একটি চোর চক্র। এই ঘটনায় ভুক্তভোগী নিত্যনন্দ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে ডাসার থানার এসআই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাতে একই ইউনিয়নের ধামুসা গ্রামের মলরাম সিংহের ছেলে হৃদয় সিংহ-(৩৫) ও হৃদয় সিংহের স্ত্রী মৌসুমী সরকার-(৩০)কে গ্রেফতার করেন। এদিকে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানান।
মামলার বাদি ও ভুক্তভোগী নিত্যনন্দ দে বলেন, আমার বসতঘরের তালা ভেঙে প্রায় ৫৫ লক্ষ টাকার স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায় একটি চোর চক্র। তাই আমি থানায় একটি মামলা করেছি।
এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোঃ এহতেশামুল ইসলাম বলেন, চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এবং এই ঘটনায় দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

এ ধরনের আরও খবর
© All right reserved by
e-banglanews.com