
ডাসার(মাদারীপুর) প্রতিনিধি
“তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করি,শিশুদের সুরক্ষা নিশ্চিত করি”
এ স্লোগানকে সামনে রেখে,সারা দেশের ন্যায় মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) সকাল ১০ টায় মাদারীপুর সদর উপজেলা প্রশাসন আয়োজনে ও স্বাস্থ্য সেবা বিভাগের সহযোগিতায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সাইফ উল আরেফিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এস.এম. শিবলী রহমান, ডাসার থানার এস আই সোহাগ সাহা,মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাফর,ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মাসুদ,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, নবগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান,বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো.মজিবুর রহমান, উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান, ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক আতিকুর রহমান,ডাসার সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিন প্রমুখ।